সূর্যের স্বপ্নসুখে ফুটিফাটা খই এর মতন
ছড়িয়ে যাচ্ছি জীবনের দৃশ্যস্বাদ সোনা
পেছনের ছায়াছাপ সময়ের রাজকোষে
নিরাপদে রাজসূয় থাকবন্দী আছে
এই জানা যতদিন পৃথিবীর প্রশ্বাস পাবে
আমার নক্ষত্র আয়ু বেড়ে কমে
সমীচীন শস্য সুধা হবে
উৎস বীজে ঝুলে আছে স্রোতের সমঝোতা
মোহানাও জানে মৃত্যুর মাস্তুল সহজে ডোবে না
স্মৃতিমদে জাতকের উড়ুউড়ু ডানা
মায়ামিতা আমাদের শোকের লুটেরা