চন্দ্রকিরণ উছলি উছলি ঝরিছে ধরার বুকেতে,
বিটপে বিহগে মুগ্ধ মননে গাইছে নাচিছে সুখেতে।
বনবীথিকায় ঝোপেঝাড়ে তায় জোছনার ধারা ভাসিছে,
পাখ পাখালির হৃদে জাগে সুখ প্রেম পিরিতে যে হাসিছে।
সবুজের মাঝে চন্দ্রকিরণ অপরূপ শোভা ধরিয়া,
বনানীর সাথে মিতালী তে মজে অনুরাগে মন ভরিয়া।
বিস্মিত কোন্ অবোধ মনের বালক বালিকা বসিয়া,
চাঁদের আলোয় মন সুখে ভাসে ছুঁতে চায় যেন রসিয়া।
নদী জলে পড়ে চাঁদের ছায়াটি দেখিছে নিজের ছবিটা,
মিটিমিটি হাসে আকাশেতে তারা পুলকেতে ভরে
হৃদিটা।
মাঝি দাঁড় বেয়ে চলে দূরে ধেয়ে ভাটিয়ালি গানে মাতিয়া,
চরাচর জুড়ে মায়াবিনী চাঁদ আঁচল রেখেছে পাতিয়া।