পাপড়ি খসে যাওয়ার মুহুর্তে ফুলের তীব্র যন্ত্রণা
অনুষঙ্গ চেতনায় টের পাই প্রতিদিন,
তবুও নিজস্বতায় নিজের আদি অকৃত্রিম অনুভূতি
অদ্ভুতভাবে আঁকড়ে ধরে না-হারানোর প্রবল আনন্দে
বাঁচতে ভালবাসি দুর্বল অক্ষম প্রেমহীন।
রূপ-রস-বর্ণ-গন্ধহীন শুকনো পথে চোখ বুঁজে
অনেকটা পথ পাড়ি দিয়ে অবুঝ আত্মা খুঁজে পেল অবশেষে পায়ের নীচে নড়বড়ে মাটি।
অনেকবার সততার আস্তাবলে এতকাল বিপন্ন হাওয়ায়
বুঝতে শিখেছে বোহেমিয়ান জীবন ও সময়-
মানুষও ফুলের মতন, পাপড়ি খসে গেলে ব্যথাটা যথার্থ খাঁটি।