বিচ্ছিন্নতাবাদী শক্তি আছে যত
হিংস্র হায়নার দল লুকিয়ে আছে,
ষড়যন্ত্র চলছে ওদের অবিরত
ধ্বংসের বীজমন্ত্র ওদের কাছে!
ভারতবাসী এখন এসেছে সময়
চিনে নিতে হবে দেশের শত্রু মিত্র,
শহীদদের বলিদান ব্যর্থ না হয়
আদর্শের ভাবধারার মানুষ পবিত্র।
ভবিষ্যত প্রজন্মে সাফল্য আসুক
গড়ে উঠুক দৃঢ় মনোবল বিশ্বাসে,
পারষ্পরিক সহযোগিতায় ভাসুক
বিজয় কেতন উড়িয়ে আকাশে।
সচেতন যুক্তিনির্ভর প্রেক্ষাপটে
দেশদ্রোহীদের করতে হবে সনাক্ত,
দেশপ্রেমের মন্ত্র উচ্চারণ অকপটে
মাতৃভূমিকে হতে দেবো না রক্তাক্ত।