মাছরাঙা পাখিটাও উড়ে গেল ।
গাছেরা কথা বলছে ফিশফিশিয়ে।
বনের মাথায় দাঁড়িয়ে থাকা চাঁদ টা সেই যে ,
সেই যে পালাল তোমাকে দেখে__
আজও পৃথিবী চাঁদ শূন্য ।
তুমি হাসলে এখন পৃথিবীতে জ্যোৎস্না নামে,
তুমি বিষন্ন হলে অমাবস্যা ।
তুমি নাচের মুদ্রায়
তখনই সব নদীতে জোয়ার হয়।
তুমি হাতের ঈশারা করলে
সব নদীতে ভাটা হয়।
সেই উদাসী বাউল তোমাকে দেখবে বলে পাখির মুখের থেকে গান নিয়ে
হেঁটে গেলে ছবির মধ্যে দিয়ে
জীবনের অন্তহীন পথে ।
তুমি কি তাকালে তার দিকে ?
তবে কেন বরফ গলছে পাহাড় চূড়ায় ?
শাখামৃগরা কামিনী ফুল দিতে চায় তোমায় ।
আজন্ম লালিত হরিৎ ক্ষেত
এক পুকুর শাপলা ফুল
আর একটা আড়_বাঁশি
তোমাকে দিত চাই।
একটা মসি দিও আমায়,
স্কুলে স্কুলে ঘরে বাইরে
অঞ্জলি দেব তোমাকে ।
গভীর রাতে তারারা সমুদ্র স্নানে নামলে ,
তাদের উপবীতগুলি চেয়ে নিয়ে
কন্ঠে জড়িয়ে প্রেম চেয়ে নেব।
প্রেম কখনো বৃদ্ধ হয় না , মহাশ্বেতা তুমি ও ।।