দশমীর পর মহালক্ষ্মী
এলেন পৃথ্বী ‘পরে,
উলুধ্বনি শঙ্খরবে
বাহক পেঁচায় চরে।
সম্পদ আর শান্তি দাত্রী
লক্ষ্মীদেবী মাতা,
পূজায় তুষ্ট হন সহজেই
সুখ সমৃদ্ধি দাতা।
কোজাগরী পূর্ণিমা হয়
মায়ের অতি প্রিয়,
নারায়ণ পাশে বসে আশিস
দেন ভক্তে স্বীয়।
গৃহী সবে পূজা করেন
বৃহস্পতি বার করে,
ভক্ত ঘরে থাকেন দেবী
অচলা চিরতরে।