ছাপ ছাপ অক্ষরে ছয়লাপ করে দেবো
খুঁতখুঁতে উদাসীন ঘুটঘুট ঘুমের পল্লব ।
দাঁড়ি কমা সেমিকোলনহীন অযুত শ্রমের শ্বাসে
নিঃশ্বাসে ছুঁয়ে যাবো অহর্নিশ অহল্যা প্রস্তর ।
যত চাও
মগজে মাঘের মেঘে গলে গলে নিরাশ্রয় হবো ,
শব্দের খোঁজে খোঁজে হু হু ধু ধু
নির্জনে নীল নীল নিলয়ে নীরব !
শুধু ,
ছায়ার কুয়াশা মাখা মুখ থেকে
মরু- মায়া মেখলা সরাও ।