সাদা মেঘ ভাসে রবি তাতে হাসে
উষা কালে ভরা আলো,
পুর নারী যত কাজে মেতে রত
খুশি ভরা মুখ ভালো।
পথে এক পাশে দুই বধূ রাশে
আটা বেলে করে রুটি,
কাঠে আঁচ দিয়ে মনে সুখ নিয়ে
করে কাজ বধূ দুটি।
পথে এক নারী মাথে নিয়ে হাঁড়ি
আনে দূর হতে জল,
কাঁটা ঝাড় ভরা যেন মরু খরা
চলে নারী পায়ে মল।
শুকা মরু পথ আছে উট রথ
আর কোনো যান নাহি,
রোদ তাপে পুড়ে সেথা লোকে ঘুরে
উট যানে চরে রাহী।
নেই কোনো ঘাস জমি মাঠ পাশ
বালি ভরা পথ ধুধু,
ছাগ গরু দল নাহি পায় জল
ইতি উতি ঘোরে শুধু।