কেউ না কেউ পাশে থেকে হৃদয় পেতে
থাকবে ছুঁয়ে আমার আকাশ,
আকাশ জুড়ে ডানা মেলে উড়বে পাখি
নির্ভয়ে খুব সানন্দে,
উড়তে উড়তে হারিয়ে যাওয়া সহজ হলে
খুশি খুশি প্রাণটা থাকে সারা মাস।
কেউ যদি না পাশে থাকে হাস্যভরে
ভরিয়ে দিতে জীবনখানা,
রসকষহীন পথের মাঝে শূন্য হাতে
ঘুরতে ঘুরতে হাঁটাও খুব সহজসাধ্য,
উদাস মনে বাউল তখন একতারা নিয়ে
সুরের ভজন করে একটানা।
কারোর কাছেই তেমন সুখী না হলেও
বয় যে নদী সুর তুলে,
সেই সৃজনে মুগ্ধ হয়ে পাড়ি দেওয়া
নয় যে খুব কঠিনতর,
পাল তুলে মাঝি ভাটিয়ালিতে
মাতে সব দুঃখ ভুলে।
কারোর কাছেও যদি বন্ধুর হাত
থাক না না পাওয়ার খতিয়ানে,
পা দুখানি তবু মাটির ওপর দৃঢ়তায়
ছুটতে রাজী ঘোড়ার মতন,
রাজা-উজির হওয়া নাকি তখন খুব কঠিন
জোয়ার-ভাটার মাঝখানে?
কেউ না কেউ আসবে আসবেই
মনের সাথে ভাব জমাতে,
ব্যথার বালুচরে উঠবে গড়ে বসতখানি
ভুলিয়ে দিতে খুশির সমারোহে,
উপছে পড়া জোছনা-ভরা আলোকে
হাসবে চন্দ্রবদন অমা-নিশাতে।