একাকিত্বের দুর্বিষহ যন্ত্রণার আবরণে
গভীর রাত
স্বপ্নগুলো শুধু জেগে,
নীল জোছনায় ঘুম আসেনা
সুখ তারাদের মাঝে।
রাত পরী তবুও নেমে আসে দু নয়নে
নিকষ কালো আঁধারে,
পালকের মত খসে পড়ে রাত নির্ঘুম আবদারে।
জড়িয়ে রাখে ফেলে আসা স্মৃতিতে
বাষ্পীভূত না হাওয়া তপ্ত নোনা জলে।
ভেজা বালিশ
আঁকড়ে ধরে , নতুন রাতের আশায়
গভীর রাতে ঝরা বৃষ্টি- মনের আকাশ ভেজায়।
মনের ঘরের একলা কোণে হয় শুধুই ক্ষরণ,
সব ক্ষরণ কি কেবলমাত্র
লাল রঙ্গেরই হয় ?
বোধহয় না –
সে কথা জানে ভোরের শুকতারা,
নীল গোলাপের কাঁটায় ক্ষতবিক্ষত ঘাঁ
আজও শুকায়নি –
ছিন্ন হৃদয় রাখা আছে নীল নদের পারে
মমির দেশে, আছে কোন এক
গোপন ঘরে।