আমার ভাঙাঘরের ছিন্ন বিছানায়
মনের স্বপ্ন চাদর বিছাই ,
নিশিভোর শুধুই তোমার অপেক্ষায় –
আমার মনের দরজা,জানালা খোলাই থাকে।
প্রভাত ফেরীর দক্ষিণ হাওয়া –
খোলা জানালায় ফেলে দিয়ে যায়
তোমার উপেক্ষা আর তাচ্ছিল্য ভরানো চিঠি –
কাল রাতেও নাকি তুমি কেবলই অবজ্ঞায় হেসেছো।
আমার পাকস্থলীর গনগনে আগুনে শুধুই সেঁকেছো-
তোমার জংধরা আভিজাত্যের অহংকার।
অথচ ও আঁখিতে কথা ছিল,প্রেম ছিল অমেয়
সেদিন দেখেছি জীবন আকাশের সুখতারা।
এ মনের অরণ্যে ঝরাপাতায় ব্যর্থতার ঘন অন্ধকার
কেন হিংস্র নখে বুক চিরে,চিরে রক্ত মাখো
তীক্ষ্ণ অপ্রতিহত তোমার নিস্করুন আক্রমণ
একবার নিরাভরণ হয়ে প্রেমসাগরে ডুবে নন্দিত হও।