মুখ ঢেকে আছে মুখোশে,
মন তবু খুঁজে চলে মেধাবী চোখ;
দীর্ঘশ্বাস জড়িয়ে রাখে আষ্টেপৃষ্ঠে,
তন্ন তন্ন করে মিথ্যে অনুভব করি সম্পর্কের উষ্ণতা।
পালক গোঁজা প্রহরে ধ্যান মৌনী নৈঃশব্দ্য,
আন্তরিক কোণ থেকে সৃষ্ট নিপুণ তরঙ্গমালায়;
কান পেতে রই তন্নিষ্ঠ প্রান্তরে……
থমকে আছি দুর্ভেদ্য মায়াবলয়ে ,
ভাবলেশহীন হৃদয়ের অনুভূতির চোরা স্রোতে;
তবু,
এক অগোছালো বিষন্ন প্রলাপ জরীপ করে ক্ষতবিক্ষত গভীরতা।
দিনান্তে একান্তই আপন দীর্ঘশ্বাস,
ভরিয়ে রাখে কানায় কানায় নিবিড়ভাবে;
প্রত্যাশার পারদ তবু ব্যাপ্তিময়-
স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণহীন মন পানসিতে……..