মন-খারাপের বারান্দায় যন্ত্রণার যেন
উসখুস হাত-পা ছড়িয়ে…।
তখন খরায় জমিতে পড়ে না
পশলা বৃষ্টি,
তখন মরুর তৃষায় হৃদয়-আকুতির
গুনগুন চারপাশে!
দুর্দিনে দুর্নিবার উচাটনে মেঘলা আকাশে
কোণঠাসা বিশ্বটাই চোখের সমুখে।
কারণে-অকারণে কালের দীন অভব্যতা!
দুঃখের সাথে বোঝাপড়ায় বাঁচার রহস্য
বুঝি বা আরো ঘনীভূত-আরেক বার্তা!
তেমন সমাচারে রক্তের কোষ-কোষান্তরে
বিজয়-সুর-তান হঠাৎ জাঁকিয়ে!
মন-খারাপের বারান্দায় প্রেরণা এখন
সম্মোহনে অসুখ তাড়িয়ে।