আজ তেমন কোন বিশেষ দিন নয়!
যেমন রাত নামলে দিন আসে,
দিন নামলে রাত। ঠিক তেমনই!
আজ এক টুকরো জলভরা মেঘের জন্মদিন!
জন্মদিন বলে নতুন কিছু নেই!
আমি রোজই মরি, আবার রোজই বেঁচে উঠি!
রোজই কিছু না কিছু শিখেই চলি
গর্ভবতী হয়ে উঠি!
ফোঁটা ফোঁটা বৃষ্টিতে আঁখির ধারায় ঝরে পড়ি
মায়েরই কোলে!
মেঘকন্যার নেই কোন জন্মের দিন তারিখ!
নেই ঘর, নেই কোন ঠিকানা!
মেঘে মেঘে বৃষ্টি ঝরলেই তার জন্মদিন আসে!
নয়তো আসে হারিয়ে যাবার দিন!
কেউ নাই বা জানলো সেই মন কেমনের দিন!
রোজই নিজেকে হারিয়ে, নিজেকেই নিজে খুঁজে চলি,
তবুও খুঁজে না পাই! নিজেকে নিজে বুঝতে পারি না!
তোমার ওই গভীর দুই নয়নে খুঁজি।
খুঁজি তোমার ওই নরম আলোমাখা হৃদয়ে!
আজীবন ভালোবাসা ছাড়া আর কিচ্ছুটি চাই নি আমি!
ভুলে কিছু চেয়ে না পাই লজ্জা!
কেউ না জানুক আজ আকাশের বুকে একটুকরো
নীল মেঘের জন্মদিন!
আজ শুধু মন কেমনের দিন!