তোমাকে জানবার ইচ্ছে টা
দিন বে-দিন বেড়েই চলেছে
অথচ
তোমার রোগটা আমার জানা আছে
কাছে গেলেই
ছুঁতে চাইলেই
বাতাস হয়ে যাও
আমি ধরতে পারি না
আঙ্গুল অভিমানে উপবাস করে
তবে কেন হাসনুহানা হয়ে
পাগল কর আমাকে?
আমার শব্দদের
এলোমেলো করে দিয়ে
তুমি কি সুখ পাও কাব্য?
তোমাকে নিখুঁত ভাবে ভালোবাসতে গেলে
একটা ঝড়ের প্রয়োজন
দুচোখ পেতে বসেছি তাই
বৃষ্টি নামলেই
আমরা অভিন্ন হয়ে যাই