মন ঘোরালেই মনের শরীরে বালি
ঝরাতেও পারো , কুড়াতেও পারো
মঞ্চ কোরো না খালি ।
সময়ের উলে নকশা তো সারিসারি
বুনতেও পারো , খুলতেও পারো
ছুঁয়ে থাকা দরকারী !
পরিচয় ভাসে অপরিচয়ের জলে
ভাসাতেও পারো , ডোবাতেও পারো
চেনাবে অচেনা ছলে ।
বীজের চক্রে ঘোরে বিকল্প রথ
চড়ে যেতে পারো, ছেড়ে দিতে পারো
ইচ্ছে পরাগে পথ ।
এলোমেলো দূরে ফলে আছে উৎসব
বোস্টনে হোক , বোগা’তেই হোক
মনে রাখাটাই সব ।