চুলগুলো পাকতে – পাকতে ,
সারা মাথা গেল ছেয়ে ।
আর পারলাম না ঢাকতে ,
বার্ধক্য এলো ধেয়ে ।
গিন্নি বলে রং মাখতে ।
আমি বলি, আর কি হবে !
বয়স কি আর লুকিয়ে রবে ,
ওই কালো কেশে ?
জ্বালালে বাতি বেলা শেষে ,
দুপুর কি আর হয় !
গিন্নি কহে মুচকি হেসে ,
” তুমি বদলাবার নয় ” ।
কমিয়ে বয়স, কি লাভ বলো ।
গড়িয়ে বেলা সন্ধ্যা হল ।
রং মেখেও হবেনা ষোল ।
যেমন আছি এইতো ভালো ।
দিনের শেষে আধার কালো ,
সূর্য তাহার রঙ হারালো ,
এটাই কালের নিয়ম ।
এ ব্যতীত বাকি সবই, শুধুই মনের ভ্রম ।