অচেনা এক শব্দ শুধু তার বেশি নয় ,
কে আর চেনা ছিল যখন মাতৃগর্ভে
ছিলাম একা ?
অন্ধকারে চোখ জ্বালিয়ে সন্ধ্যাতারা
চিনতে শেখা ।
হঠাৎ কেন সন্ধ্যাতারা , সকাল দুপুর কোথায় গেল ?
চেনা বলেই পেরিয়ে এলাম আলোকবর্ষ
এক নিমেষে ক্লান্তিহারা ।
চিনতে চিনতে অধিক চেনা-ই ফুরিয়ে আসে
নতুন কথার ফল্গুধারা ।
এইভাবে যে ঝরছি যত ফুটছি তত কুড়োচ্ছে কে ?
আর একটি মন আছে বোধহয় অষ্টপ্রহর বুনছে মালা
এখনও হাত পেতেই আছে ।
ফুরিয়ে যেন ফুরোয় না নীল নীলাম্বরী মনের ভিতর
মন ফুটেছে তমাল গাছে !