একটা মন আরেকটা মনকে জয় করে,
নতুনের মাঝে নতুনকে মেলে ধরে,
হৃদয়ের স্পন্দন একে অপরকে
কাছে আনে,
না’বলা অনেক কথা রয়ে যাবে
মনে মনে,
ভালবাসি এইকথা কে প্রথম বলে
কে’জানে,
মধু পূর্ণিমার জোৎস্নার আলোয় মিলবে দু’জনে,
প্রতিদিনের জীবনে স্বার্থপরতা জটিলতা সৃষ্টি করে,
জটিলতার নাগপাশে ভালোবাসা
জড়িয়ে পড়ে,
মনের গভীরে প্রেমের জোয়ার উত্তাল উদ্দাম হয়,
একে অপরকে ভালোবাসি বলে
করে মন জয়,
জীবন পথের ক্লান্তিহীন ভ্রমণে দু’জনে আজ সংপৃক্ত,
পথ চলার আনন্দে ওদের মনপ্রাণ উন্মুক্ত,
জীবনের রহস্যের সমাধান নিজেরাই করেছে,
ওদের মুখের হাসিটা সেকথা
উল্লাসে বোঝাচ্ছে।