অপরূপ শোভা তোমার সুস্বাগতম সবিতা।
অরুণের ছটায় মনে আসে কবিতা।
তোমার আগুন রুপে তপন আত্মহারা।
রবি তোমার প্রেমে হয়েছে সর্বহারা।
ভাস্কর উঁকি দেয় গনগনে আঁখিতে
অসীমে চলো সবিতা সখা সখিতে।
অপরূপ শোভা তোমার সুস্বাগতম সবিতা।
অরুণের ছটায় মনে আসে কবিতা।
তোমার আগুন রুপে তপন আত্মহারা।
রবি তোমার প্রেমে হয়েছে সর্বহারা।
ভাস্কর উঁকি দেয় গনগনে আঁখিতে
অসীমে চলো সবিতা সখা সখিতে।