দেয়ালটা পড়ছে খসে খসে,
শিরার কোষে কোষে বাঁধনহীন অব্যক্ত উচ্ছাস,
বাইরে ওত্ পেতে আছে নিঃশব্দ আলো-
অযাচিত ধূলোকণা প্রতিফলিত রশ্মি ছুঁয়ে আনন্দে বিহ্বল,
বায়বীয় স্তর পেরিয়ে মন ছুটে চলে নিরুদ্দেশ সন্তরণে…..
পরিধির বাইরে থাক মন অন্তহীন ছুটিতে,
সূর্যমুখী সকাল নামুক লেবু পাতার ফাঁক গলে,
বসন্ত আজ লাল লালিমায় অনুরাগের কথা বলে…
হতাশার মোড়কে নিঃসঙ্গ অভিযাত্রিক দিন,
নির্ঘুম পরিত্যক্ত সংক্রমিত রাত হতে চেয়েছে নিমগ্ন,
মায়াবন্ধনের চৌহদ্দি পেরিয়ে মুক্তির নোঙর খোঁজে হাঁসফাঁস দীর্ঘশ্বাস….
অযাচিত আনন্দ ছুঁয়ে মন নিরুদ্দেশ পথযাত্রী,
একাকীত্বের ঘন বাক্সবন্দী কথামালা মেলেছে ঝাঁপি,
নীরবতার শুদ্ধ ব্যাকরণে লাগামছাড়া কথার ফুলঝুরি,
ধ্যানমৌনী সময় নিরুদ্দেশ দ্রাঘিমায় শুদ্ধসত্ত্ব মুর্ছনায় সমাহিত…