গিন্নীর মুখটা আজ বেজায় ভার
বলছে বাঁঁচতে চাই না আর
রক্তচাপ বেড়েছে হয়তো আবার
বহুমূত্র দেখা দিয়েছে এবার।
খুশি ভরা মনে আজ নেই সুখ
এ আবার কি হলো অসুখ।
গেলাম ছুটে ডাক্তারের কাছে
বললেন রক্তে শর্করা বেড়েছে।
বাঁচতে হলে থাকো সাবধানে
মিষ্টিকে বাদ দাও এ’ জীবনে
মিছামিছি করবে না ভাবনা
মেনে চলতে হবে নির্দেশনা।
ডায়াবেটিস নয় সংক্রামক
মানব দেহের নীরব ঘাতক
হাঁটলে জোর কদমে নিয়মিত
থাকবে রক্তে শর্করা নিয়ন্ত্রিত।
শহর কেন্দ্রীক আধুনিক জীবনে
বিটা কোষের ক্ষমতা কমে যায়
মানব অগ্নাশয়ে ইনসুলিন ক্ষরণে
মধুমেহ নামে ব্যাঘাত ঘটায়।