মিঠেল রোদে এসো বসি কিছুক্ষণ,
হিমেল হাওয়া বইছে বয়ে যাক,
ঝরাপাতা গুলো আলটপকা নেতিয়ে পড়ে মাটিতে,
বসন্তের পলাশ কৃষ্ণচূড়া ফাগুনের কথা বলে,
ইশারায় বুঝে নিতে হয় সুখবৃষ্টির অনিন্দ্য প্রহরের গোপন অভিলাষ।
মনের দেরাজে একরাশ বলাকা মেঘ,
নীলাকাশের ঝকঝকে নীলিমায় তেপান্তরী সুখ,
হংস মিথুনের ইচ্ছেডানায় সোহাগী শিহরণ,
বউ কথা কও পাখি ডাকে কোকিল কুহুতানে
কিছুটা সময় স্থায়ী হলে ক্ষতি কি?
আঁচল উড়ুক বদান্যতার হাওয়ায়
এলোচুলে জমুক পুষ্পরেনু এলোমেলো ভাবনায়
প্রেম ও প্রকৃতি ছন্দে মিলুক এইবেলায়….