প্রতি মানুষের মতাদর্শই আলাদা
পাঁচটা আঙুল যেমন সমান নয়
রাজনীতি আর ধার্মিক আলোচনা
মতৈক্য তাতে কখন কবে বা হয়?
আমার কাছে “রামরাজা” ঈশ্বর
তুমি যে বলবে” রহিম” সে স্থানে হোক
এই নিয়ে চলে তর্ক অন্তহীন
দিনবদল কি পালাবদলের শোক!
কেউ বা গাইবে আইপিটিএর গান
রক্তগরম টগবগে উচ্ছাস
কারো কাছে সেটা একঘেয়ে একপেশে
দমবন্ধের নিঃশ্বাসে হাসফাস!
কেউ বা আবার লাতিন আমেরিকা প্রেমী
কথায় কথায় নেরুদাকে কপচায়
কেউ কেউ ফের বিশ্বের এক কবি
তাকে চলতি কথায় বুর্জোয়া রূপ দেয়!
এই নিয়ে আজও বাঙালি যে উত্তাল
চা নয় আজ মদ গেলাসে তোলে তুফান
যত বন্ধুতা শিকেয় তখন তুলে
একে অপরের সম্মানে খানখান
হাজার হোক এ বিশ্বায়নের যুগ
ঝুপড়ি চায়ের দোকানে কে আর যায়?
বন্ধুতা মানে – বড় বড় সব ক্লাবে
কার সে কতটা স্ট্যাটাস বোঝানো দায়?
কিন্তু সবের মূলে যে রাজনীতি
সেটা কি আদৌ অগ্রগতি সে দেখে?
এ দল ও দল পাল্টানোটা যে আজ
ক্যারাম ঘুঁটির দানে সাদা কালো নয়!
স্ট্রাইকারটা তো আসল চালক বল
কোন ঘুঁটি কোন পকেটে পড়বে টুপ
সেটা ঠিক করে চারজনে, দুইদল
ঘুঁটিগুলো পড়ে থাকে পকেটেই চুপ!
আসলে যে রাজনীতি নিয়ে দলবাজি
সেটা যে কেবল তোমার আমার মাঝে
আসল খেলাটা আমরা কোথায় দেখি?
ভোরের বিরোধী, বন্ধু যে হয় সাঁঝে!
তোমার আমার পকেটটুকুই খালি
লাভের মধ্যে লবডঙ্কা বাজিয়ে দিয়ে
বিভেদ কেবল জনগণে করে “রাজা “
“ডিভাইড ও রুল “পন্থাটি সেই নিয়ে!