মেঘের ভিড়ে নীলাকাশ
কোথায় গেলো আজ ,
গোলা গোলা মেঘের ভেলা
এ তো নবীন সাজ !
ঊষার কোথাও নেইকো খোঁজ
ভানুর নেইকো দেখা ,
আধো আঁধার চারিদিকেতে
জ্বলছে প্রদীপ শিখা ।
গগন-সায়রে বজ্র নিনাদ
ঢেউয়ের কলতান…
আছড়ে পড়ে ধরার বুকে
যেন সাগর বান !
জলের তোরে ভাসছে গ্রাম
ভাসছে শহর বন ,
গর্জে ওঠে সকল নদী
বিপদ প্রতিক্ষণ !
বিপদ-সীমা ছাড়িয়ে বয়
বর্ষা ভয়ঙ্করী….
ক্ষান্ত হও মেঘারানী
আর পড়োনা ঝরি ॥