অটল নির্বিকার সহজ শান্ত ভোরাই
দরজার পাশটিতে দাঁড়িয়ে। হাঁকে সোচ্চারে,
‘ওঠো হে অলস, একবারটি দেখো চেয়ে
সত্যি আমায় চিনতে পারো কিনা !’
ঘুমন্ত পোশাক ছেড়ে ওঠার তাগিদ
অনুভব করি না একবারও।
কৃমিদের চলাফেরা চেতনায় জাগে অনুক্ষণ,
পারি নি ছিন্ন করতে ওদের ফাঁদ।
ওদের মায়াবী রসে হাবুডুবু খেয়ে
নিতি নিতি বাউল মন আত্মহারা।
অথচ ভোরের ডাক শুনে ভাবি নি
কখনো, কত আঁকিবুকি শিল্পকলার
পাঠক্রম এখনো আমার অচেনা অজানা!