লাল নীল সবুজ আর
হলুদ ও কমলায়
ভোটাভুটি ময়দান
রঙ্গটা জমে যায় ।
ভোট ভোট উৎসব
ধুম ধাম প্রচারে
দেওয়ালেরা সেজে ওঠে
বানানেরা গোচরে ।
দোষারোপ ভাষণে
সব দল একাকার
কাকে ছেড়ে কাকে ধরি
মঞ্চটা মজাদার ।
রাগারাগি দলত্যাগ
যদি দল পাল্টে
টিকিটটা মিলে যায়
রাজনীতি হালটে !
টিকিটেরও কাড়াকাড়ি
প্রার্থীরা ফিল্মস্টার
মন ভরা বিক্ষোভ
টিকিট মেলে না যার ।
নবীন প্রবীণ সবে
লাইনে দাঁড়িয়ে হায় !
টিকিটটা পেয়ে যদি
ভাগ্যটা খুলে যায় !
আগে কথা পরে ভোট
বিশ্বাসী জনতা
জিতে গেলে ভুলে যাবে
কি বলেছে কবে তা !
ভোট তুমি দিয়েছো
যদিও তা দাওনি
জিতে গেল প্রার্থী
যাকে তুমি চাওনি ।
বেকারের বাড়াবাড়ি
প্রত্যাশা বরবাদ
প্রার্থীরা মন্ত্রী
ওরা খাবে তুমি বাদ ।
হুঁশিয়ারি খুনোখুনি
ভোট আসে ভোট যায়
অবুঝেরা মরে শুধু
মা বুক চাপড়ায় !