‘চাই যে আমি কবি হতে
লিখব তোমার কথা।’
যখন তুমি নিজে থেকে
বলবে মনের ব্যথা।
কেন যে তবে দিনে রাতে
লুকিয়ে চোখের ভাষা
বলো না তুমি ছন্দে ছন্দে
মনের যে সব আশা
পাই ছোঁয়া তোমার মিতে
পড়বে যে জানবে তাই,
যাব যে ভেসে মনোরথে
বুঝবে কি তা সবাই?
‘চাই যে আমি কবি হতে
লিখব তোমার কথা।’
যখন তুমি নিজে থেকে
বলবে মনের ব্যথা।
কেন যে তবে দিনে রাতে
লুকিয়ে চোখের ভাষা
বলো না তুমি ছন্দে ছন্দে
মনের যে সব আশা
পাই ছোঁয়া তোমার মিতে
পড়বে যে জানবে তাই,
যাব যে ভেসে মনোরথে
বুঝবে কি তা সবাই?