সত্যিই এভাবে তো কোনদিন ভাবিনি
এভাবে ভাবলে অনেক কিছু করা যেত
অনেকের মধ্য হতে নিজেকে —
আলাদা করে নিতে হয় মাঝে মাঝে
নিজেকে গুটিয়ে নিতে হয় কখনো কখনো।
এভাবে তো ভাবি নি কোনদিন কখনো।।
মূল্যবান মুহূর্তগুলো ধোকা দিয়ে যায়
অবহেলিত মুহূর্তগুলো পুনরায় শিক্ষা দিয়ে যায়
শিক্ষা ও অশিক্ষার মাঝে একটা গোপন অনুভূতি নাড়া দিয়ে যায়
এই গোপন অনুভূতির কাছেই নিতে হয় শেষ আশ্রয়
তাই এমন সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস গুলোও ভাবতে হয়।
এমন করে তো কোনদিন ভাবা হয়নি…?
এভাবে তো ভাবিনি কোনদিন কখনো।।
আমার জন্ম মৃত্যুর আবর্তে কিছু অনভিপ্রেত নির্দেশনা হাত বাড়ায়
আমি তাদেরকে উপেক্ষা করে এগিয়ে যেতে চাই বহুদূর
তথাপি সেই অনভিপ্রেত নির্দেশনা ডেকেই যায়
এখনো সেই অশুভ শক্তি আমাকে ডেকে যাচ্ছে
আমি কঠোর পাথরের মত দেহটাকে নিষ্প্রাণ করে দাঁড়িয়ে আছি
প্রয়োজনে কখনো কখনো নিজেকে নিষ্প্রাণ করতে হয়।
এভাবে কি আমরা কখনো ভেবে দেখেছি?
সত্যিই তো এভাবে কোনদিন ভেবে দেখিনি কখনো।।
খেতে খেতে যারা সব কিছু খেয়ে ফেলেছে
অথচ গিলতে পারল না পুরোটাই
আবার কেউ গিলে ফেলেছে অনেক কিছু
কিন্তু শেষ পর্যন্ত তারা হজম করতে পারল না একটু কিছু
এই হজম করতে না পারা ছোট্ট বিষয়বস্তুগুলো জীবনের কাটা হয়ে যায়
এভাবে কি ভেবে দেখেছি কখনো?
সত্যিই তো এইভাবে কোনদিন ভেবে দেখা হয়নি কখনো।।