তখন ভেবেছিলাম–
কিন্তু ভালো করে ভাবা হয়নি,
তখন যাবো ভেবেছিলাম–
কিন্তু আর যাওয়া হয়নি,
এত ভিড়ের মাঝে একা হবো ভেবেছিলাম–
আর একা হওয়া হয়নি,
ভেবেছিলাম সব স্মৃতি গুলো ভুলে গিয়ে নতুন স্বপ্নে ভেসে বেড়াবো
আমার আর স্বপ্নে ভাসা হয়নি।
বহুবার ভেবেছি আমাদের পোষ্য গাভীর ছোট বাচ্চাটার লেজ ধরে খুব ছুটবো
মুক্ত আকাশের তলে সবুজ ঘাসের মাঠে
আমার আর গরুর লেজ ধরে ছোটা হলো না,
ভেবেছিলাম মাঘ মাসের কলাইয়ের খেতে শিশিরের সাথে কথা কবো সারারাত,
ভেবেছিলাম পশ্চিম পাড়ার সকল ছেলেদের মিলিয়ে দেবো পূর্বপাড়ায়,
ভেবেছিলাম বাল্য বেলার সকল বন্ধুদের সাথে আবার মিশে যাবো,
ভেবেছিলাম এই পল্লীমঙ্গলের সবখানে আমার স্মৃতি রেখে দেবো,
ভেবেছিলাম আমার সকল আত্মীয়দের নিয়ে একদিন সকলের দুঃখ ভাগ করে নেব,
ভেবেছিলাম ভালোবাসা দিয়ে একদিন পাথরও ভেঙে দেবো।