তারাপিঠে রাতে হাবু
শ্মশান ঘাটের ‘পরে,
গাঁজা সিদ্ধি খেয়ে নেশায়
নৃত্য শুরু করে।
নিশাচরের চারণভূমি
জানতো না সে মোটে,
শিয়াল পেঁচা দেখে তাকে
বেজায় গেল চোটে।
কাক ভূশন্ডি মাঠের কোণে
ব্যস্ত শাস্ত্র পাঠে,
টালমাটাল হাবু নাচে
ভূশন্ডির সেই মাঠে।
নিশাচর সব ফন্দি করে
বিকট হাসি হাসে,
হাবুর তখন সম্বিত ফিরে
ভয়ে পালায় ত্রাসে।