এক যে আছে ভুয়ো এক দেশ
সব-ই ভুয়োয় ভরা,
আসল যে যায় গড়াগড়ি
নকলের আস্কারা!
ভুয়ো ডাক্তার, ভুয়ো মাস্টার,
ভুয়ো ব্যারিস্টার,
অভিনেতাই সেরা নেতা,
ভুয়ো মিনিস্টার!
সত্যবাদী যুধিষ্ঠির
পাবেন না সে-দেশে,
মিথ্যেবাদীরাই সর্বেসর্বা
দেশপ্রেমিক-বেশে!
দুধে জল কেউ মেশায় না সেথা,
জলে মেশায় দুগ্ধ,
জল মেশানো দুধ যে খেয়ে
সবাই অতি মুগ্ধ।
উৎসব দিনে খোঁজে না দুধ,
খোঁজে কারণবারি,
সে কারণে কোটিপতি-
কারণের-কারবারি।
গ্যাস খেতে সব ভালোবাসে
গ্যাসের দাম তাই বেশি,
দিনে রাতে দাম বাড়িয়ে
ফোলায় রাজা পেশী।
ভাষণ দিয়ে আসন জেতেন
মিথ্যে ভাষণ দিলে,
সবার অতি প্রিয় নেতা
থাকেন সবার দিল্-এ।
সব কিছু যে ভুয়ো সে দেশ
ভুয়োর-ই রাজত্ব,
আসলের চেয়ে নকল বেশি
নকলের প্রভুত্ব!