মন ভুলালি মিঠাস কতায়
মাইখ্যে মনে রঙ,
এখুন দূরে থাকিস কেনে
বুঝতে নারি ঢঙ।
রেশমী চুড়ি,নাইলন শাড়ি
পুঁতির মালা খুব,
প্রেম পিরিতির কথা বুইল্যে
রাখতিস মুরে চুপ।
পিরিত সুখে ঘরটো বান্ধার
স্বপন ভরা মন,
দেইখ্যে তুয়ার ছলাকলায়
জ্বইল্যে গেলেক তন।
তেপান্তরের মাঠ পেরায়ে
পাহাড়তলী গাঁয়,
শুনছি বট্যে থাকিস সিথায়
লতুন পিরিত ছায়!
হামার মনে বিথা দিয়ে
পড়লি বিহার সাজ!
জেবনটো মোর ছাই হলোরে
নাই কি তুয়ার লাজ?