ভালো বন্ধুরা হারিয়ে যায় না….,
সন্দেহের ঝাপটায় ক্ষতিগ্রস্ত হয় সম্পর্কের সাঁকো, তবু বেঁচে থাকে দুই উজ্জীবিত হৃদয়।
কখনো মিথ্যা অভিযোগের মাত্রা তীব্রতা অতিক্রম
করলে ভূপৃষ্ঠ দ্বিখন্ডিত হয়!
ভূমিকম্পে কেঁপে ওঠে হৃদয়ের শান্ত সবুজ জমি!
অবিশ্বাস ঝড়ে উড়ে না যাক অর্জিত মানসম্মান,
অটুট থাক বন্ধুত্বের মধ্যে বোঝাপড়ার চালা।
তবুও যারা দূরে সরে গিয়েও চুপ করে পাশে বসে থাকার অনুভূতি হৃদয়ে জাগিয়ে তোলে,
শরীরময় মাখে বন্ধুত্বের সু সম্পর্কের ভেষজ ,
সেই সব স্বপ্নসন্ধানীরা ডুবে যাওয়ার সাঁকোর পুনরুত্থানের অপেক্ষায়।
বেঁচে থাক ভালো বন্ধুত্ব আগামীর চিরহরিৎ
সুখ স্বপ্ন ছুঁয়ে,
বেঁচে থাক টক্সিন বিহীন জীবন শৈলী ভালোবাসার চাদরে বুক ভরা সমুদ্র আদরে।
মুখরিত দুই হৃদয় যেন সদ্য জন্মানো বাছুরের মতন দুরন্তপনায় তরতাজা।