ভালো আছি,ভালো থেকো
ভালোয় কাটুক দিন
বুকের মাঝে গোলাপ রেখো
স্বপ্ন দেখো রঙীন।
দূরে আছি ,দূরেই থেকো
কোন কারণে, কার শাপে
মাঝে,মাঝে খুঁজে দেখো
এ নীড় ভাঙলো কোনপাপে ?
যেথা আছো ভালো থাকো
নবনীড় আলো করে
সুখ-শান্তি ভরিয়ে রেখো
প্রেমালিঙ্গনে জড়িয়ে ধরে ।
আজ জোছনায় ভীষন ভাবে
তোমায় মনে পড়ে, স্মৃতিগুলো –
যন্ত্রণাময় আজীবন রবে
নিঃসঙ্গতায় আজ দেখছি চিঠিগুলো।
সুখে আছো ,সুখেই থেকো
মায়ায় গড়ে ও নীড়
যাওয়ার সময় দাঁড়িয়ে থেকো-
অলক্ষ্যে, অশ্রুসজল স্থির,ধীর।