আমি তোর দুয়ার আগলে দাঁড়িয়ে,
শতঝঞ্জা তুলে নেব এ বুকে,
বাতায়নের নিষ্কলুষ বাতাস –
হাসুক আর খেলুক –
তোর বুকের পাঁজরে-পাঁজরে।
শুধু তুই খুব ভালো থাকিস।
আমার দীর্ঘশ্বাস আশীর্বাদ হোক
তোর যত পাপের বোঝা বইবো পিঠে
জানতেও চাইবো নাতো কেন সাতমনি –
আর কত আছে সঞ্চিত ও পাপের দেরাজে।
কলমের খোঁচায় পাপদৃষ্টি উপরে নেব,
শুধু তুই খুব ভালো থাকিস।
ছাড়লেও না ছাড়ি, নহে ও মুখ আহামরি,
প্রানের পরশে, থাক হরষে,
ভুলি তোর বেইমানি।
স্নেহের পালকে,শিশু ও বালকে-
শুধু চুমি অধর – অন্যায়,পাপ ক্ষমায় ভুলি,
শুধু তুই খুব ভালো থাকিস।