বীর জননী বাংলা,
যুগে যুগে বীর সন্তানদের সোহাগধন্য।
যতবার শাসক শোষক কালের চাকা নিজেদের নিয়ন্ত্রণে আনতে চেয়েছে,
প্রতিবাদ শানিয়েছে বাংলার বীর সন্তানেরা।
আশুতোষ বিদ্যাসাগরের যোগ্য উত্তরসূরী,
মিত্র ইনস্টিটিউশন, হাজরা ল কলেজ দৃঢ় করেছিল তাঁর শিড়দাঁড়া।
রাজনীতির বাজারে বিক্রীত কোনো অমেরুদন্ডী হতে চাননি,
তাইতো পশ্চিমবঙ্গ সরকারের সিভিল সার্ভিস পদ ত্যাগ করলেন।
কলকাতা হাইকোর্ট যাঁর গুরুগর্জনে কম্পমান,
কম্পমান শাসক শোষক,
হাড়হিম করা আতঙ্ক অপরাধীদের কাছে।
কাউকে তোয়াক্কা না করে শুনিয়েছেন
একের পর এক কঠিন সিদ্ধান্ত।
তাই তো তিনি ত্রাস অপরাধী জগতে।
এমন অপ্রতিরোধ্য ব্যক্তিত্বকে আটকাতে নাকাল অপরাধীমহল।
অরাজনৈতিক মানুষেরাও বোঝে কি কোথায় কবে কেন?
প্রতিবাদীর যা হয়, এবারও তাই হল।
তবুও মৈনাকের চূড়া আপনি।
শুধু বলি
ভালো থাকবেন স্যর