ভালোবেসে আঁকড়ে ধরে থেকো শুধু,আর কিছুই চাওয়ার নেই
হাতে হাত রেখো যত্ন করে, হারিয়ে যাওয়া যাবে না
কোন মতেই,
দুঃখের বনলতার বিষাক্ত ঝোপঝাড়ের হয়না যেন
একেবারে বাড়বাড়ন্ত,
জীবন নদীর তাহলে পাবে না থই , দুর্দশা-কষ্ট-ভোগান্তির
পাবেনা আদিঅন্ত।
পাশে থেকো তুমি চিরদিন, থেকো আমার আকাশ জুড়ে
তারার মতো,
তোমার ছোঁয়ায় ভুলবো আমি সব অবহেলা- অবজ্ঞা নিন্দাবাদ শতশত।
দুচোখ ভরে দেখবো তোমায়, ভরিয়ে দেবো আদরে আর
ভালোবাসার সোহাগে,
এই স্বপ্নগুলোই বাঁচতে শেখায়,চোখের জলে বুক ভেসে যায় আবেগে।