ভালোবাসা এক অমুল্য সম্পদ,
ধন,রত্নের চেয়ে অনেক বেশি দামি।
যে জন পায় না ভালোবাসা
সেই জানে হৃদয়ের ব্যথা কতোখানি।
প্রকৃতির নিয়মে বয়েস বাডুক,
না বাড়ুক তোমার মনের বয়স। একটিবার তো ভালোবেসে তো দেখো,
এই হৃদয়ের আন্দোলন হুলস্থুল কতো!
তোমার নাম ভালোবাসা হোক।
শরীর ছুঁয়ে নয়,
নরম এই মন টা ছুঁয়ে দেখো,
বসন্তের আবীর রঙে
সবকিছু নতুন লাগে কেমন।
এক জীবনে প্রেম যদি না আসে,
রামধনু রঙ প্রিয় কেন লাগে বুঝতে কি পারবে তখন?
ভালোবাসার বিশুদ্ধ জলে পানকৌড়ি ডুব দিয়ে দেখো
অপার শান্তি মেলে কেমন।
তোমার নাম ভালোবাসা হোক।
ভালোবাসি মুখে সবাই বলে
মনের যত্ন নিতে, মনের মানুষ ছাড়া বলো আর কে পারে!
কতো অপেক্ষা থাকলে পরে,
কতো রাত জাগলে পরে,
কতো টা চোখের আবেগী অশ্রু ঝরালে পরে?
বলো পবিত্র ভালোবাসা হয় ?
একবার তো ভালোবেসে দেখো
বুকের ভিতর বইছে নদী,
নৌকা টলমল।
আমি যদি হই নৌকা,
মাঝি তুমি হাল টি ধরো।
ভালোবাসার নাও বেয়ে,
জীবন পারাপার করো।
ভালোবাসা নাম এবার তোমার হোক।
চোখে চোখে রেখে,
আঁখির সুধা এক আঁজলা ভরে, সহজিয়া সুরে বলো,
ভালোবাসি ভালোবাসি।
ভালোবাসা নাম টি তবে আমার হোক!