ভারতের ঘরে,ঘরে আছে যত বোন
রাখীহাতে হেসে,হেসে বাঁধে বন্ধন।
নাড়ির টানে, মনেপ্রাণে করে আহ্বান-
মঙ্গল কামনায় ভাই হোক আয়ুষ্মান।
উচ্চ-নিচ,ধনী-দরিদ্রে এ মহান ব্রত,
সকল নারীকণ্ঠে একটি প্রার্থনাই উচ্চারিত-
প্রভু মঙ্গল করো,সুখী করো আমার সহোদরে,
বেঁচে যেন ভরিয়ে রাখি স্নেহাশিস আর আদরে।
এমন দেশটি কোথায় আছে ,এমন ভালোবাসা-
ভাই-বোনের মমত্ববোধ আর ভালোলাগায় ঠাসা?
রক্তের টান ,স্বর্গের সমান গর্ভধারিনীর স্মৃতি-
চিরজনমের রক্তের টানে কি উদার রীতি।
মনে পড়ে শৈশবের দিদি-ভায়ের দুষ্টুমী,মায়ের বকা-ই,
দিদি আজ পরগোত্রে ,আকুল ডাকে ,কাছে আয় ভাই।
ছুটে যাই,হাতখানি বাড়াই মিলনের রাখীবন্ধন,
যতদিন আছি ভাই-বোন থাকি,আনন্দম-চিরন্তন।
স্মৃতির আঙিনা বেয়ে হাতে তুলে দেবো রঙিন উপহার,
তার সাধের জিনিষ রাখবো হাতে মেটাবো আবদার।
চিরদিনের মিলন মেলা , মিলনের এক সেতু-
বহু দূর থেকে ছুটে-ছুটে আসি রাখিবন্ধন হেতু।
রাখীবন্ধন নয় শুধু বহুমূল্যের রাখির সমাহার,
আমৃত্যু রক্তের সম্পর্কের বন্ধনের আবদার।
বিদেশি বিস্ময়ে বলেন এযে বড় সুন্দর,উদার-
বলে হাতখানি বাড়িয়ে দিলাম রাখী রাখো উপহার।
রাখীবন্ধন সর্বস্তরেই হোক সম্প্রীতির বন্ধন,
রাখীবন্ধনে তৃপ্তিতে জাগুক, প্রেম, প্রীতির স্পন্দন।
সর্বধর্মের ভাই-বোন আসুক আজ ছুটে,
রাখীবাঁধি, এক হাঁড়িতে রাধি সব বিভেদ যাক টুটে।