ভালোবাসা, তোমার নাম হোক বসন্ত,
ডেকে নিও আমাকে জরি বোনা রেশমি সকালে,
পলাশ কৃষ্ণচূড়া শিমুলের লাজরাঙা লালিমায় মিশে যাক কোকিলের কুহুতান…..
খুলে দাও অনুচ্চারিত বর্ণমালার অবরুদ্ধ দ্বার,
তিরতির কম্পনে স্বপ্ন দোদুল দোলুক অনুক্ষণ,
ইচ্ছেরা স্বরলিপি লেখে অনুরাগের অনুপম ব্যাকরণে,
হৃদয়ের অন্তরীপ জুড়ে রং বাহারী অন্তহীন মজলিস…..
ভালোবাসা, তোমার নাম হোক মানবতা,
নিথর হাড়হিম যে শবদেহ মিশে গেছে তিরঙায়,
দেশপ্রেমের অটুট বন্ধনে, ঝরাপাতার মতো বিলীন হয়ে গেছে প্রিয় দেশমাতৃকার মৃত্তিকায়,
এসো বসন্ত, করি অঙ্গীকার-
শহীদদের আত্মত্যাগে পৃথিবীর শরীর ভরিয়ে তুলবো ভালোবাসার রঙিন গোলাপে……
বসন্ত, ভালোবাসা হোক সংক্রমিত,
রক্তে ভেজা মাটি ফুঁড়ে উঠুক অনিঃশেষ প্রেম ও মানবতার নন্দনকানন……