রাজাধিরাজ রাজা রামমোহন
ভারত পথিক যিনি,
বৃটিশ ভারতের নবচেতনার
পথ প্রদর্শক তিনি।
করেছেন সংগ্রাম কুসংস্কারের বিরুদ্ধে
বজ্রকঠিন কর্মযোগে,
সতীদাহ প্রথার নিষিদ্ধকরণ
তাঁরই দুর্দমনীয় উদ্যোগে।
ব্রাহ্মধর্মের প্রতিষ্ঠাতা তিনি
যুগের অবধূত,
নারী শিক্ষা প্রবর্তনের
ছিলেন অগ্ৰদূত।
আইন দর্শন রাষ্ট্রনীতিতে
বিশাল প্রতিভা, জ্ঞান,
সমাজ বিপ্লবে অগ্ৰগামী পদক্ষেপে
ছিলো তাঁর সদা ধ্যান।
যুগপুরুষ নেতা জাতিয়তাবাদী
সমাজের কল্যাণ দ্রষ্টা,
শ্রদ্ধায় প্রণাম জানাই তোমাকে
নবজাগরণের স্রষ্টা।