রাত্রির ম্যাড়মেড়ে রাগ
সকালের নীলে নীলে সাদা ,
দুপুরের অভিমানী খিল
খিলখিল রাসের শ্রীরাধা ।
আজকের ঘন ঘোর শোক
তরশুর ভীড়ে হবে ফিকে ,
বাস্তুর ভরপুর রোদ
ভুলে গেলে খাবে চামচিকে ।
উপরের কিছু কি অজানা ?
তবে কেন মিছে কালি ক্ষয় !
অভ্যাসে চড়া পড়ে বোধে
ছুলে দিলে ফের পরিচয় ।
একজনও সহমত হলে
কবিতার স্বপ্ন সফল ,
ভাবনার ফুল ফোটে গাছে
এটুকুই থাক সম্বল ।