ভাঙ্গো….. ভাঙ্গো…… ভাঙ্গো………..
রাজার আসন ভাঙ্গা
ভাঙ্গো….. ভাঙ্গো……. ভাঙ্গো……….
রাজার বাসন ভাঙ্গো
আমি ভাঙ্গি.. তুমি ভাঙ্গো… হো…. হো…… হো……
ভাঙ্গো….. ভাঙ্গো……. ভাঙ্গো…………
রাজার আসন ভাঙ্গো।
যারা চাকরি চুরি করেছে
যারা শিশুদের শৈশব চুরি করেছে
যারা যুবকের স্বপ্ন চুরি করেছে
যারা যুবতী বোনের ইজ্জত চুরি করেছে
যারা সাংস্কৃতি চুরি করেছে
তাদের সমূলে উফরে ফেলো..ও.. উপরে ফেলো…..
তাদেরকে দূরে মাঠের ওপারে ছুড়ে ফেলো…
ভাঙ্গো…… ভাঙ্গো…….. ভাঙ্গো………..
রাজার আসন ভাঙ্গো
আমি ভাঙ্গি,.. ই ….তুমি ভাঙ্গো,….ও..হো.. হো… হো……
যারা জমি-বাড়ি কেড়েছে
যারা মানুষ খুন করেছে
যারা প্রাকৃতিক ও খনিজ সম্পদ চুরি করেছে
যারা হাতুড়ি;কোদালের বাটে মানুষের খুলি উড়িয়েছে
এমন রাজার চেয়ার তোমরা ভাঙ্গো।।
ভাঙ্গো….ও ;ভাঙ্গো………ও ;ভাঙ্গো………ও
রাজার চেয়ার ভাঙ্গো
ভাঙ্গো….. ভাঙ্গো…….. ভাঙ্গো……..
রাজার মুকুট ভাঙ্গো
আমি ভাঙ্গি… তুমি ভাঙ্গো……ও; হো… হো…. হো…..
ভাঙ্গো.. ভাঙ্গো… ভাঙ্গো….
ভাঙ্গো, ভাঙ্গো, ভাঙ্গো।।