বসন্তের আগমনে নির্বাসিত হলুদ পাতা
ঝরে বেনামি ঝড়ে বহুদিন আগে ;
উড়ো পাতা ঠাঁই পায় তোমার কবিতায়,
জাদু কাঠির ছোঁয়ায় রাজকন্যার ঘুম ভাঙা,
মনটাকে ছল করি অলৌকিক গল্প কথায়।
ধু ধু মাঠ অশোক পলাশ নতুন সাজে
মধুমাস বাউলগান ডাকছে কোকিল মগ ডালে,
এভাবে আসে প্রতি বছর এবার কেন প্রতিকূলে!
বসন্তবাহার গাইতে গিয়ে বিষাদ সুর মনে ভাজে!
উড়ছে রঙ আকাশ ভরে ধুসর বারুদ গন্ধে
রক্তে সিঁচা মাটির বীজে প্রবঞ্চনা পিষ্টে মারে
আমার কসম্ আয় বৃষ্টি দে আমার গা ভিজিয়ে
রঙবদন্তি খেলায় ভাঙছে দেখ গড়তে গিয়ে।