ভবের মায়া জড়ায় কায়া
পাপ কাজেতে মজে,
ভুলেও কভু ডাকি কি প্রভু
রবো চরণ ভজে!
ফানুস ওড়ে লোভটা জুড়ে
বাসনা যায় বেড়ে,
পরের সুখে সয়না দুখে
ছলেতে নেই কেড়ে।
ভালো ছেড়ে মন্দে যেরে
আঁকড়ে ধরে থাকি,
মন্দ মতি আনছে ক্ষতি
সর্বনাশে ডাকি।
বোধের ঘরে মরচে ধরে
গেছে সবই গুলে,
জীবন শেষে পাপের রেশে
শাস্তি দেবে শূলে।
বোধের ঘরে আলোয় ভরে
দাওগো প্রভু তুমি,
ধর্ম রথে কর্ম পথে
থাকবো পদে চুমি।