বর্ষাকালে ব্যাঙের দলে
ডাকছে ঘ্যাঙর স্বরে,
মায়ের কোলে ভয়ে খোকা
মা’কে জাপটে ধরে।
পুকুর পাড়ে জলাশয়ে
ঘ্যাঙর ঘ্যাঙর সুরে,
একনাগাড়ে ডাকে যখন
খোকা পালায় দূরে।
খাটের উপর থাকে বসে
চায়না নামতে ভয়ে,
মায়ের আঁচল ধরে ঘুরে
সচকিত হয়ে।
বর্ষাকালে তাই যে খোকা
কাঁদে যেতে স্কুলে,
লুকিয়ে ব্যাঙ দেখে চুপে
দোর যদি কেউ খুলে।