বর্ষা রাতের গন্ধ মাখানো ঈপ্সিত কামনায়,
হৃদয়ের মাঝে ব্যাকুল বকুল বিরহের গান গায়।
শপথে ভরানো আলিঙ্গনের উষ্ণ পরশ খানি
নীরবে নিভৃতে অন্তর জুড়ে বাজে মিলনের বাণী।
মেঘলা দুপুর, গেরুয়া বিকেল, ধূসর সন্ধ্যা-রাগে
গভীর তিমিরে বুকের ভেতর স্বপ্ন গন্ধ জাগে।
রাতের বাতাস কেঁদে কেঁদে ফেরে অতৃপ্ত অনুরাগে,
মনের সুপ্ত কামনার রঙে বেদনার সুর জাগে।
কি জানি কী রোষে হায় বিনা দোষে তুমিও নির্বাসনে,
হতাশার ঝড়ে প্রেম পরিণত প্রবল ভূকম্পনে।
নির্বাসনের নির্জনতায় অমোঘ প্রেমের টান,
স্পর্শ-কাতর মন জুড়ে আছো, ভালোবাসা অফুরান।
উজানের পথে ধেয়ে চলা শুরু উদ্বেল বেলা ভূমি,
প্রতিকূলতার দুরতিক্রম্য চরাচর যেও চুমি।
কল্পনা রঙে মূর্ত মিলন শিহরিত তনু মন ,
নিগূঢ়-তত্ত্ব বিন্যাস খোঁজে ব্যাকুল বিরহী ক্ষণ।
নির্মেঘ নীলে স্বপ্নের আলো স্বচ্ছ বাতাস বয়।
কবে হবে এ জীবন রম্য অদ্ভূত মোহময়।
নির্জন বাসে নিভৃত চিত্তে সারা মন প্রাণ ঢালি,
অলকাপুরীর নির্জনতায় আশার প্রদীপ জ্বালি।