জীবনে কোনো কাজে ব্যর্থ হলে
দুঃখ পেয়ো না ভয় পেয়ো না
মনকে দুর্বল করে দিও না
বরং ব্যর্থতা থেকে শিক্ষা নাও
ব্যর্থতা থেকে অভিজ্ঞতা লাভ করো
মাথায় রেখো যে, ব্যর্থতা সাফল্য লাভের প্রথম ধাপ।
নিজেকে অন্যদের থেকে হীন ভেবো না
বরং ভাবো কীভাবে তাদের সমপর্যায়ে পৌঁছবে।
নিজেকে আয়নার সামনে দাঁড় করাও
তফাৎ কি দেখতে পাচ্ছো অন্যদের থেকে কিছু?
না।
তারাও মানুষ তুমিও মানুষ।
তাহলে কী কারণে তুমি পিছিয়ে?
তফাৎ হল তোমার পরিশ্রম, চেষ্টা
যা অন্যদের তুলনায় যথেষ্ট কম।
নিজের পুরোনো কাজগুলিকে পর্যালোচনা করো,
দ্যাখো তোমার ঠিকভুলগুলিকে।
ভুল থাকলে কেন ভুল হয়েছে, কীভাবে সংশোধন করবে তা ভাবো।
মনে রাখবে ব্যর্থতা জীবনের অভিশাপ নয়
ব্যর্থতা জীবনের আশীর্বাদ।