সর্বভুক ক্ষমতার এক চোখ দৃশ্যমান
ধার্মিক প্রধান ।
অন্য চোখ ঠুলিতে অদৃশ্য শুধু বরাভয় দৃষ্টিপাতে
বহুস্তরে খেলে চলে বাহুবলী রথী মহারথী ।
অদৃশ্য ইশারায় বারবার পুড়ে যায় শতাব্দীর শ্বাস ।
দলে দলে উদ্বাস্তু পদাতিক ভূতপূর্ব জীবনের
স্বপ্নবীজে আবারও তা দিতে বসে ।
বাস্তুস্বাদ কোমল রেণুর রঙে
আজীবন টুপটাপ ঝরে ।
দখলের রণনীতি এ কথা জেনেও মানে না ।
আমাজন থেকে ইউক্রেন ,
কেমিক্যাল হাব থেকে কয়লার সিঁড়ি , বাঁধ ,
জেনিভা সন্ধি ইত্যাকার সুদীর্ঘ মিছিলের বন
খান্ডবদহন শেষে সুদৃশ্য ইন্দ্রপ্রস্থ হবে !
মাঝে মাঝে রাত্রির ঘুমে হেমলক পাত্র এসে
বোধের প্রদীপে এক নির্মেঘ ভোর এঁকে যায় ।